কনমেবল বাছাই পর্ব সেরা একাদশে চার আর্জেন্টাইন

0
49

স্পোর্টস ডেস্কঃ লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের দুই রাউন্ড শেষ হয়েছে। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বড় দলগুলো। ব্রাজিল জিতেছে পেরু ও বলিভিয়ার বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা হারিয়েছে বলিভিয়া ও ইকুয়েডরকে। উরগুয়ে তাদের খেলা দুই ম্যাচের একটিতে জিতেছে।

প্রথম দুই রাউন্ড শেষ ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান। তবে গোল ব্যবধানে গিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিকে প্রথম দুই ম্যাচে কোনো পয়েন্ট পায় নি ইকুয়েডর ও বলিভিয়া। দুই ম্যাচেই হেরেছে তারা। কলম্বিয়ার অর্জন ৪ পয়েন্ট, আছে তালিকার তিন নম্বরে। চারে উরুগুয়ে।

এদিকে কনমেবল বাছাই পর্বের প্রথম দুই ম্যাচ শেষে সেরা একাদশে আর্জেন্টাইন খেলোয়াড়দেরই জয়জয়কার। একাদশে সর্বোচ্চ সংখ্যক চারজন খেলোয়াড় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তারা হলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকলাস ট্যাগলিয়াফিকো ও আনহেদ ডি মারিয়া। শীর্ষে থাকা ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন নেইমার ও রদ্রিগো।

এদিকে দল কোনো পয়েন্ট না পেলেও ইকুয়েডরের ফেলিক্স তোরেস জায়গা পেয়েছেন সেরা একাদশে। গোলরক্ষক হিসেবে আছেন কলম্বিয়ার কামিলো ভার্গাস। বাছাইয়ে ৭টি সেভ দিয়েছেন তিনি। এছাড়াও  প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা থেকে একজন করে সুযোগ পেয়েছেন সেরা একাদশে।

কনমেবল সেরা একাদশ-

গোলরক্ষক: কামিলো ভার্গাস (কলম্বিয়া)

ডিফেন্ডার: অ্যালেক্সান্ডার গঞ্জালেস (ভেনেজুয়েলা), ক্রিস্টিয়ান রোমেরো, ফেলিক্স তোরেস (ইকুয়েডর) ও নিকলাস ট্যাগলিয়াফিকো (আর্জেন্টিনা)।

মিডফিল্ডার: মাথিয়াস ভিলাসান্তি (প্যারাগুয়ে), নিকলাস ডে লা ক্রুজ (উরুগুয়ে), রদ্রিগো (ব্রাজিল) ও আনহেল ডি মারিয়া (আর্জেন্টিনা)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও নেইমার (ব্রাজিল)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here