স্পোর্টস ডেস্কঃ সৌদি কাপের সেমি-ফাইনালে হেরে গেছে আল নাসর। সোমবার মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সেমিফাইনালে আল হিলালের কাছে ২-১ গোলে হেরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এই ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো।
এরপর রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আর্থিক জরিমানার পাশাপাশি দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি। সৌদি সংবাদ মাধ্যম আল রিয়াদিয়ার বরাত দিয়ে গোল ডট কম জানিয়েছে, অশোভনমূলক আচরণের জন্য ম্যাচ শেষে রেফারি রিপোর্ট জমা দেন রোনালদোর বিরুদ্ধে। যার ভিত্তিতে তাকে সৌদি মুদ্রা ২০ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
রোনালদোর নিষেধাজ্ঞা কার্যকর হবে সৌদি প্রো লিগের ম্যাচে। আল ফেইহা ও আল খালিজের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এদিকে আল হিলাল ম্যাচের ৬১তম মিনিটে সের্গেই মিলিনকোভিচ-সাভিচের ফ্লিক থেকে গোল করে আল হিলালকে এগিয়ে দেন সালেম আল-দাউসারি। ৭২তম মিনিটে দারুণ হেডে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।৮৬তম মিনিটে রোনালদো লাল কার্ড দেখেন। বল সাইডলাইনের বাইরে যাওয়ার পর ছুটে গিয়ে বল নেন রোনালদো। তার সামনে গিয়ে বাধা দেওয়া কিংবা গতি রোধ করার চেষ্টা করেন আলি আল-বুলাইহি। এক পর্যায়ে আল হিলালের এই ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করেন রোনালদো। সঙ্গে সঙ্গে তিনি মাঠে পড়ে যান। রেফারি ছুটে এসে লাল কার্ড দেখান রোনালদোকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post