স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে বড় ব্যবধানে ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। শনিবার ভারতীয় বোলারদের তোপের মুখে পড়া দলটি অলআউট হয় ১৯১ রানে। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক দারুণ শুরু এনে দিয়েছিলেন পাকিস্তানকে। প্রথম ৮ ওভারে কোনো উইকেট পড়তে দেননি তারা। তবে এরপরই পাকিস্তানের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন ভারতের বোলাররা। ২টি করে উইকেট নিয়েছে জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।
সাবেক অলরাউন্ডার শোয়েব মালিকের মনে হয়েছে পাকিস্তানের ব্যাটাররা কন্ডিশন বুঝে ব্যাটিং করতে পারেন নি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কন্ডিশনকে বুঝতে পারা খুব জরুরি। আপনার ফিফটি হলো। কিন্তু সেটা যখন ১০০ বা ৭০–৮০–এর দিকে যাবে, তখন কন্ডিশন বদলাবে। ব্যাটসম্যান হিসেবে সেটা বুঝে খেলতে পারাও জরুরি। ৩৫০ রান করতেই হবে, এটা জরুরি নয়। উইকেট যখন স্লো আর লো মনে হবে, তখন ২৭০–৮০ বা ৩০০ রান করতে পারাটাও ভালো কিছু।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post