কপিল দেবকে পেছনে ফেলে শীর্ষ দশে নাথান লায়ন

0
7

স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা দশ বোলারের কাতারে নাম লেখালেন নাথান লায়ন। স্যার রিচার্ড হ্যাডলি, রঙ্গনা হেরাথ, কপিল দেবদের পেছনে ফেলে অনন্য এই তালিকায় নাম লিখিয়েছেন লায়ন। টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সেরা দশে এখন অজি তারকা।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে লায়নের উইকেট সংখ্যা ছিল ৪২৭টি। তবে গল টেস্ট শেষে লায়নের নামের পাশে এখন ৪৩৬ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট লাভ করেছেন এই অফ স্পিনার। আর সব মিলিয়ে ৯ উইকেট নিয়েই পেছনে ফেলেছেন স্যার হ্যাডলি, হেরাথ কপিল দেবকে।

স্যার হ্যাডলির উইকেট সংখ্যা ছিল ৪৩১, রঙ্গনা হেরাথের ছিল ৪৩৩ উইকেট। আর ৪৩৪ উইকেট ছিল কপিল দেবের। তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। লায়ন এখন পর্যন্ত ১০৯ টেস্ট ম্যাচ খেলে ২০৬ ইনিংসে এই ৪৩৬ উইকেট লাভ করেন।

টেস্টে সর্বোচ্চ দশ উইকেটশিকারি

১। মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৮০০ উইকেট
২। শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৭০৮ উইকেট
৩। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৬৫২ উইকেট
৪। অনিল কুম্বলে (ভারত)- ৬১৯ উইকেট
৫। গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ৫৬৩ উইকেট
৬। স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৫৪৯ উইকেট
৭। কোর্টনি ওয়ালশ (উইন্ডিজ)- ৫১৯ উইকেট
৮। রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৪৪২ উইকেট
৯। ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)- ৪৩৯ উইকেট
১০। নাথান লায়ন (অস্ট্রেলিয়া)- ৪৩৬ উইকেট

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here