স্পোর্টস ডেস্ক:: ভারত-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে কিংবদন্তী ক্রিকেটারদের রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায় সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার দুই টেস্ট মিলিয়ে আট উইকেট শিকার করতে পারলেই ভারতের কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম, প্রোটিয়া সাবেক তারকা জ্যাক ক্যালিস ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিদের রেকর্ডে ভাগ বাসেন।
বিশ্ব ক্রিকেটে টেস্টে চার হাজার রানের পাশাপাশি ২৫০ উইকেট কেবল এই চার তারকার আছে। সাদা পোশাকে সাকিব ব্যাট হাতে চারি হাজারি ক্লাবে আগেই প্রবেশ করেছেন। বাকী ছিলো কেবল আড়াইশো উইকেটের মালিক। চেন্নাই ও কানপুর টেস্টে আট উইকেট শিকার করতে পারলেই সাকিব কিংবদন্তীদের রেকর্ডে ভাগ বসাবেন। গড়বেন অনন্য মাইলফলক। পঞ্চম ক্রিকেটার হিসেবে চার হাজার রান ও আড়াইশো উইকেটের মালিক হবেন তিনি।
এখনও পর্যন্ত ৬৯টি টেস্ট খেলে ব্যাট হাতে টাইগার অলরাউন্ডার করেছেন ৪ হাজার ৫৪৩ রান। বল হাতে শিকার করেছেন ২৪২টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০