স্পোর্টস ডেস্ক:: আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২’র বাছাই পর্ব খেলতে আজ সন্ধ্যায় মালয়েশিয়ায় যাচ্ছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার ১৫ সদস্যের নারী দল ঘোষণা করেছে। তবে দলে নেই অভিজ্ঞ পেসার জাহানারা আলম।
বিসিবির সূত্র জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের জন্য কমনওয়েথ গেমসের বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে জাহানারা আলমকে। জিম্বাবুয়ে বিশ্বকাপের বাছাই পর্ব ও স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে জাহানারা আলম কোচসহ টিম ম্যানেজম্যান্টের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে ছিলেন। যার কারণে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এই পেসারকে।
আগামি ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় অনুষ্টিত হবে বাছাই পর্ব। আগামি জুলাই-আগস্টে বার্মিংহামে অনুষ্টিত হবে কমনওয়েলথ গেমসের ২২তম আসর। তার আগে মালয়েশিয়ায় হচ্ছে বাছাই পর্ব। বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া, স্কটল্যান্ড, কেনিয়া ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ নারী দলের স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক, রুমানা আহমদ, সালমা খানু, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।
স্যান্ডবাই- জানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা তুল কুবরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০