স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ জুন) কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে মজিবর রহমান জনি গোল করে এগিয়ে দেন বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
কম্বোডিয়ার বিপক্ষে ২৫তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। জাতীয় দলে প্রথম গোলের দেখা পান জনি। ফাহিমের আড়াআড়ি ক্রস থেকে বল স্বাগতিকদের জালে এই মিডফিল্ডার। এগিয়ে যাওয়ার আনন্দে নেচে ওঠে বাংলাদেশের ডাগআউট।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়ে হয়ে খেলতে থাকে কম্বোডিয়া। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়া জামাল ভুঁইয়ারা।
সাফের প্রস্তুতির জন্য কম্বোডিয়া সফরে গত সোমবার স্থানীয় দল টিফফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সোহেল রানার একমাত্র গোলে জিতেছিল দল। কম্বোডিয়া থেকে টানা দুই জয় পাওয়ার তৃপ্তি নিয়ে সাফ খেলতে ভারতের পথে উড়াল দিবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post