কম্বোডিয়ায় ইতিহাস গড়ে উচ্ছ্বসিত বাংলাদেশের সালমা

0
98

স্পোর্টস ডেস্ক:: কম্বোডিয়ায় ইতিহাস গড়েছেন বাংলার মেয়ে সালমা ইসলাম মনি। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)’র এলিট প্যানেল ভূক্ত এই নারী রেফারি কম্বোডিয়ায় ম্যাচও পরিচালনা করেছেন। দক্ষিণ এশিয়ার বাইরে প্রথমবারের মতো এ অঞ্চলের কোনো নারী রেফারির দায়িত্ব পালনের সুযোগ পেলেন।

কম্বোডিয়ায় চলমান সাউথইস্ট এশিয়ান কেমসের নারী ফুটবল ইভেন্টে ফিলিপাইন ও মিয়ানমারের ম্যাচে দায়িত্ব পালন করেছেন সালমা। তিনিই বাংলাদেশের প্রথম নারী রেফারি, যিনি দক্ষিণ এশিয়ার বাইরে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে রেফারির ভূমিকায় ছিলেন।

ইতিহাস গড়তে পেরে উচ্ছ্বসিত সালমা ইসলাম মনি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার বাইরে প্রথম ম্যাচটিতে আমি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। আমি খুব খুশি। খুব ভালো লাগছে প্রথম ম্যাচ সঠিক ও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পেরে। আমি দেশবাসীল ককাছে দোয়া চাই যাতে আগামি ম্যাচগুলোতেও নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের সুনাম বৃদ্ধি করতে পারি।’

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এএফসির এলিট প্যানেলে ঢুকেন তিনি। সালমাই প্রথম নারী রেফারি, যিনি বাংলাদেশ থেকে এএফসির এলিট প্যানেলে সুযোগ পেয়েছেন। তার ইতিহাস গড়া ম্যাচে মিয়ানমার ১-০ গোলে হারিয়েছে ফিলিপাইনকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here