স্পোর্টস ডেস্কঃ সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নেমেছে লাল সবুজের প্রতিনিধিরা। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে এগিয়ে আছে হ্যাবিয়ের ক্যাভরেরার দল। নমপেনে জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে ২৫তম মিনিটে বাংলাদেশকে কাঙিক্ষত গোল এনে দেন মজিবুর রহমান জনি।
কম্বোডিয়ার বিপক্ষে ২৫তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। জাতীয় দলে প্রথম গোলের দেখা পান জনি। ফাহিমের আড়াআড়ি ক্রস থেকে বল স্বাগতিকদের জালে এই মিডফিল্ডার। এগিয়ে যাওয়ার আনন্দে নেচে ওঠে বাংলাদেশের ডাগআউট।
বাংলাদেশ একাদশ-
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), জামাল ভূঁইয়া, আলমগীর মোল্লা, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মজিবর রহমান জনি ও মেহেদী হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post