নিজস্ব প্রতিবেদকঃ সেপ্টেম্বরের শেষ দিকে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দল দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। যেখানে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ কম্বোডিয়া ও নেপাল জাতীয় দল। সেই দুটি প্রীতি ম্যাচের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
দলে ডাকা হয়নি নাবীব নেওয়াজ জীবনকে। আবাহনীর এই ফরোয়ার্ড সবশেষ জুনে মালয়েশিয়া যাওয়ার আগে সময়মতো উপস্থিত হতে পারেননি ক্যাম্পে। ঢাকার বাইরে থাকায় যোগ দেওয়া হয়নি তার। এর ফলে শৃঙ্খলাভঙ্গের কারণে বাদ দেওয়া হয় তাকে। এবার দলে ডাকই দেওয়া হয়নি এই ফুটবলারকে।
আগামী ২৭ আগস্ট, শনিবার থেকে রাজধানী ঢাকার উত্তরার অবস্থিত আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) খেলার মাঠে শুরু হবে ক্যাম্প। এর আগে ডাক পাওয়া ফুটবলারদের ২৬ আগস্ট, শুক্রবারের মধ্যে উত্তরাতেই মাঠের কাছাকাছি একটি হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে অপর প্রীতি ম্যাচে মাঠে নামবে ক্যাবরেরার শিষ্যরা।
২৭ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল
গোলরক্ষকঃ আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রীতম, আশরাফুল ইসলাম রানা ও মোহাম্মদ নাঈম।
ডিফেন্ডারঃ ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, রায়হান হাসান ও ইসা ফয়সাল।
মিডফিল্ডার: সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা (২)।
ফরোয়ার্ড: সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন ও শাহরিয়ার ইমন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা