করাচিতে দলের সাথে যোগ দেবেন ইফতিখার

0
81

স্পোর্টস ডেস্কঃ হারিস সোহেল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। এই ব্যাটারের ছিটকে যাওয়ায় দলে ডাক পেয়েছেন ইফতিখার আহমেদ। শনিবার এক বিবৃতি দিয়ে এই তথ্য জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডে শুরুর আগে বাঁ কাঁধে চোট পান হারিস। আর সেই চোটের কারণেই পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। বিশ্বকাপের বছরে মারাত্বক চোট পাওয়া হারিস দুঃসংবাদই দিলেন পিসিবিকে। এর আগে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ দলের অংশ ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।

ইফতিখার ক্যারিয়ারের সবশেষটি খেলেছেন গত বছরের এপ্রিলে। এক বছর পর আবার এই সংস্করণে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার হাতছানি ৩২ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটারের সামনে। করাচিতে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

আগামী ৩ মে করাচি জাতীয় স্টেডিয়ামে হবে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে। সিরিজের বাকি ২ ওয়ানডেও একই ভেন্যুতে হবে। আর সেখানেই দলে যোগ দেবেন ইফতিখার। পিসিবি তাদের বিবৃতিতে এমনটাই জানিয়েছে।

পাকিস্তানের ওয়ানডে দলঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, ইহসানুল্লাহ, ইমাম-উল হক, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহিন আফ্রিদি, শান মাসুদ, উসামা মীর ও ইফতিখার আহমেদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here