নিজস্ব প্রতিবেদকঃ শেষের রোমাঞ্চে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি জিতেছে বাংলাদেশ। শুক্রবার টাইগারদের জয় ২ উইকেটে। শেষ ওভারে ৬ রান লাগত স্বাগতিকদের জয়ের জন্য। হাতে ছিল ৫ উইকেট। সেই ওভারে অনায়াস জেতার কথা ছিল সাকিব আল হাসানের দলের। কিন্তু আফগান পেসার করিম জানাত করে বসেন হ্যাটট্রিক। মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে আউট করেন তিনি।
শেষ ২ বল থাকতে উইকেটে আসেন শরিফুল ইসলাম। করিমের বলে অফ সাইডে কাট করে চার হাঁকান এই ব্যাটার। স্বস্তির জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সিলেটের মাঠে এই প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এখন পর্যন্ত তিন টি-টোয়েন্টি খেলে প্রথমবার জয়ের উৎসব করেছে সাকিবের দল। আর আফগানদের বিপক্ষে এই ফরম্যাটে ১০ ম্যাচ খেলে চতুর্থ জয় এটি তাদের। শামীম পাটোয়ারি করেন ৩৩ রান। সঙ্গে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৪৭ রানের ইনিংসে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন হৃদয়। সেখানে তিনি জানান, শেষ ওভারে হ্যাটট্রিক দেখলেও শান্ত ছিলেন তিনি। শেষ ওভারের প্রথম বলে ৪ হাঁকান মিরাজ। এরপরের বলেই তিনি আউট হয়ে যান। একই পথ ধরের পরের দুই বলে তাসকিন ও নাসুম। হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় আফগান পেসার করিমের। ওভারের পঞ্চম বলে ৪ হাঁকিয়ে বাংলাদেশকে রোমাঞ্চকর জয় এনে দেন শরিফুল।
৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৭ রানে অপরাজিত ছিলেন হৃদয়। ম্যাচ শেষে সেরা এই ক্রিকেটার জানান, নন-স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে করিমের হ্যাটট্রিক দেখলেও নরম্যাল ছিলেন তিনি। হৃদয় বলেন, ‘আমি জানতাম আমরা জিতব। কারণ রান লাগে ২। বল ব্যাটে লাগলে ২/১ রান হয়ে যাবে। আমি শান্ত থাকার চেষ্টা করি এরকম মূহুর্তে। আমি সতীর্থদের উপর ভরসা রেখেছিলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০