স্পোর্টস ডেস্ক:: জিরোনার কাছে এক হালি গোল হজমের ধাক্কা কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার করিম বেনজেমার হ্যাটট্রিকে প্রতিপক্ষকে এক হালি গোল দিয়ে জিতেছে দলটি। লা লিগার ম্যাচে এবার আলমেরিয়াকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে মাদ্রিদরা।
আগের ম্যাচেই জিরোনার কাছে বিধ্বস্ত হয়েছে। মৌসুম জুড়েই যেনো উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এই জিতছে, এই হারছে। সব শেষ ১৮ ম্যাচেই পাঁচ হার। হারের পরই আবার হুঙ্কার দিয়ে জয়ে ফিরছে করিম বেনজেমারা। আগের ম্যাচে বিশ্রাম পাওয়া বেনজেমা আলমেরিয়ার বিপক্ষে একাদশে ফিরেই করেছেন হ্যাটট্রিক।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ বার্সাকে ধরার চেষ্টা করছে। তবে ব্যবধান অনেক। শিরোপার দৌড় থেকে কিছুটা দূরে থাকা মাদ্রিদরা আলমেরিয়াকে উড়িয়ে দিয়েছে। বেনজেমার ফেরার ম্যাচে প্রতিপক্ষ কোনো সুবিধাই করতে পারেনি।
ম্যাচের শুরুতে ফরাসি তারকা করিম বেনজেমা গোলের শুরুটা করেন। ৫ম মিনিটে তার গোলেই রিয়াল লিড নেয় ১-০ গোলে। প্রথম গোলের পর জোড়া গোল পূর্ণ করতে বেশি সময় নেননি ফরাসি এই তারকা। ১৭ত মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ২-০ গোলে। বিরতির আগেই হ্যাটট্রিক আদায় করেন।
ম্যাচের ৪২তম মিনিটে আলমেরিয়া নিজেদের বক্সে ভুল করে বসে। রেফারি পেনাল্টির বাঁশি দিলে বেনজেমা হ্যাটট্রিক পূর্ণ করেন। বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে যায় টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটি। আলমেরিয়া বিরতির টিক আগা মূহুর্তে অবশ্য ব্যবধান কমায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান তারকা লাজারোর গোলে ব্যবদান ৩-১ করে দলটি। তবে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে নিজেদের গুছানোরও সুযোগ পায়নি আলমেরিয়া। দ্রুতই গোলের হালি পূর্ণ করেন রদ্রিগো। ম্যাচের ৪৭তম মিনিটেই রিয়াল মাদ্রিদ ৪-১ ব্যবধান করে ফেরে। শুরুতেই হালি হজম করা আলমেরিয়া এবার কিছুটা প্রতিরোধ গড়ে। ম্যাচের বাকীটা সময় আর গোল হজম করেনি। দ্বিতীয়ার্ধে বদলী নামা আর্জেন্টাইন লুকাস রবার্টোনের গোলে ম্যাচের ৬১তম মিনিটে ব্যবধান কমায় দলটি। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০