করিম বেনজেমা গোল করেননি, করাননি, তাই জেতা হলো না ইত্তিহাদের

0
58

স্পোর্টস ডেস্কঃঃ ফরাসি তারকা করিম বেনজেমা যাওয়ার পর থেকেই দারুণ সময় কাটাচ্ছিলো আল ইত্তিহাদ। প্রায় প্রতি ম্যাচেই গোল করে, করিয়ে দলের জয়ে তিনি অবদান রাখছিলেন। এবার তিনি ছিলেন নিষ্প্রভ, প্রো লিগে তাই জেতা হয়নি দলের।

আল আহলি ১-০ গোলের দারুণ জয় তুলে নিয়ে ইত্তিহাদের বিপক্ষে। প্রথমার্ধে পিছিয়ে পড়া ইত্তিহাদ ভালো খেললেও গোল আদায় করতে পারেনি। হেরেই মাঠ ছেড়েছে।

অথচ পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে করিম বেনজেমারা। ম্যাচে ৬১ শতাংশের বেশি সময় বল তাদের নিয়ন্ত্রণে ছিল।

ম্যাচের ৩১তম মিনিটেই কেসির গোলে লিড নেয় আল আহলি। ১-০ তে এগিয়ে যাওয়া দলটি লিড নিয়েই বিরতিতে যায়। প্রথমার্ধে ম্যাচে ফিরতে পারেনি ইত্তিহাদ।

বিরতিত পর করিম বেনজেমারা ম্যাচে ফেরার চেষ্টা করেন। তবে এগিয়ে থাকা আহলি সেই সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here