করোনাক্রান্ত প্রধান নির্বাচক নান্নু

0
0

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাবেক এই  ক্রিকেটার নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নিউজিল্যান্ড থেকে টেস্ট ক্রিকেটে ভালো একটা খবর আসার দিনেই দেশের ক্রিকেট পেলো একটি দুঃসংবাদ। গত দিন দু’এক থেকেই নির্বাচক নান্নুর শরীরে জ্বর ছিলো। আজ বুধবার দুপুরে তিনি করোনা টেস্ট করান। রাতেই পজেটিভ হওয়ার খবরটি নিশ্চিত হন প্রধান নির্বাচক।

করোনাক্রান্ত হওয়া প্রধান নির্বাচক আপাতত নিজের বাসায় হোম আইসোলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে জ্বর ছাড়া আর কোনো লক্ষণ নেই।

মিনহাজুল আবেদীন নান্নু গত কয়েক দিন থেকে সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছেন। মোহাম্মদ আশরাফুল ইস্যুতে মন্তব্য করে বিপাকে পড়েন। এরপর থেকেই ফোন বন্ধ রেখে ছিলেন তিনি। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঐতিহাসিক জয় পাওয়ার পরপরই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here