করোনার টিকা না নিলে ইউএস ওপেনেও খেলতে দেওয়া হবে না জকোভিচকে

0
21

স্পোর্টস ডেস্ক:: করোনার টিকা নিতে রাজি হননি বিশ্বের সেরা টেনিস তারকা নোভাক জকোভিচ। ফলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি। আবারো তিনি করোনার টিকা সংক্রান্ত জঠীলতায় পড়তে যাচ্ছেন। মহামারি এই ভাইরাসের টিকা না নিলে যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে দেওয়া হবে না তাকে।

করোনার টিকা না নিয়ে তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে যান। কিন্তুু সে দেশের সরকার তাকে দেশে ঢুকতে দেয়নি। আদালতের আশ্রয় নিয়ে সফল হননি এই টেনিস তারকা। ফলে তাকে ফিরে আসতে হয়। এবার তিনি করোনার টাকা ছাড়া ইউএস ওপেনে খেলতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন করেছিলেন। কিন্তুু বাইডেন সাড়া দেননি তার আবেদনে।

ফলে করোনার টিকা না নিলে ইউএস ওপেনেও খেলা হবে না এই তারকার। দেশটি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে করোনার টিকা নেওয়ার সনদ না থাকলে তাকে আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হবে না। ইউএস ওপেনে তাই জকোভিচকে না দেখার সম্ভাবনাই বেশি।

যদিও ইউএস ওপেনে তালিকায় জকোভিচের নাম আছে। কিন্তুু আয়োজকেরা জানিয়েছেন, করোনার টিকার বিষয়ে তাদের আলাদা কোনো নিয়ম নেই। সংশ্লিষ্ট দেশের আইনই মানতে হবে। আয়োজকেরা এক বিবৃতিতে বলেন, ‘গ্র্যান্ড স্ল্যামের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা শুরুর ৪২ দিন আগে ক্রম তালিকার ভিত্তিতে সুযোগ পাবেন খেলোয়াড়রা। ইউএস ওপেন খেলোয়াড়দের টিকা নেওয়ার ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম রাখেনি। মার্কিন সরকারের নিয়মই মেনে চলা হবে।’

উইম্বলডন জয় করে ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হওয়া জকোভিচকে ইউএস ওপেনে খেলতে দেওয়ার দাবি জানিয়ে ইতিমধ্যে সমর্থকেরা চেঞ্জ ডট ওআরজি’র (change.org) নামে একটি প্লাটফর্ম খুলেছেন। সেখানে সমর্থকেরা সাইন করছেন, বাইডেনের সরকার যেনো বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ইউএস ওপেনে খেলতে দেয়। ২১ জুন চালু হওয়া এই প্লাটফর্মে ইতিমধ্যে ১২ হাজারের বেশি মানুষ সাইন করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here