স্পোর্টস ডেস্ক:: ভারতের অধিনায়ক রোহিত শর্মা করোনামুক্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই রোববার তার করোনা টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা নেগেটিভ হওয়ার পরপর তিনি আইসোলেশন থেকেও বেরিয়ে গেছেন।
টি-২০ সিরিজের আগে প্রস্তুুতি ম্যাচটিতে রোহিত শর্মা খেলছেন না। করোনা মুক্ত হয়ে যাওয়ায় তিনি ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলবেন। নিয়মিত অধিনায়ক রোহিতের নেতৃত্বেই খেলবে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
দেশটির ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা রোহিতের করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ রোহিত করোনামুক্ত হয়েছেন। মেডিকেল প্রটোকল অনুযায়ী সে এখন কোয়ারেন্টাইন থেকে বের হয়ে এসেছে। তবে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচে সে মাঠে নামতে পারবে না। কারণ প্রথম টি-২০’র আগে তার রিকভারি প্রয়োজন। কিছুটা অনুশীলনেও প্রয়োজন হবে।
নিয়মিত অধিনায়ক করোনাক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ভারতকে নেতৃত্ব দেন পেসার জাসপ্রীত বুমরাহ। নেতৃত্ব দেওয়া ম্যাচে দারুণ খেলছেন বুমরাহ। টেস্ট ক্রিকেটে গড়েছেন বিশ্ব ‘রেকর্ড’। এক ওভারে তুলে নিয়েছেন ৩৫ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০