স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) করোনায় আক্রান্তের হার বেড়েই চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির এই কোচ আক্রান্ত হয়েছেন মহামারী ভাইরাসটিতে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ম্যান সিটি কর্তৃপক্ষ।
শুধুমাত্র গার্দিওলাই নয়, তার পাশাপাশি করোনা পজেটিভ হয়েছেন সহকারী কোচ ম্যানুয়েল লিয়োও। দু’জনকেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ম্যান সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়ে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে আইসোলেশনে আছেন দলের ৭ ফুটবলার ও ১৪ কর্মী।
করোনায় আক্রান্ত হওয়াতে শুক্রবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ডাগআউটে থাকা হচ্ছে না গার্দিওলার। আরেক সহকারী কোচ রোদোলফো বোরেই সামলাবেন সিটিজেনদের ডাগ আউটের দায়িত্ব। রাত ২টায় চতুর্থ স্তরের ক্লাব সুইন্ডন টাউনের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে ম্যান সিটি।
উলেখ্য, কিছুদিন আগেই লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ ও দলটির কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। শুধুমাত্র প্রিমিয়ার লিগে নয়, বাকি লিগগুলোতেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ফুটবলের মহাতারকা লিওনেল মেসি করোনা পজেটিভ হয়েছেন। এছাড়া ব্রাজিল কিংবদন্তী রোনালদোও করোনা পজেটিভ হয়েছেন। মহামারীর ছোঁয়া লেগেছে, স্পেন, ইতালি, জার্মান লিগেও। বড় বড় ক্লাবগুলোতে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা