স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের গ্রুপ-১ এ একেবারে শেষে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা অজিরা প্রথম জয়ের দেখা পেতে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। মঙ্গলবার পার্থ স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ স্বাগতিক শিবিরে।
অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা করোনা আক্রান্ত হয়েছেন। দলের এক মুখপাত্র জানিয়েছেন জাম্পা করোনা টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। যদিও তার সেরকম কোন উপসর্গ নেই।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের বড় হার দেখেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ৪ ওভারে ৩৯ রান খরচ করে মাত্র ১ উইকেট নিতে পেরেছিলেন জাম্পা।
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো করোনা নিয়ে খেলেছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার জর্জ ডকরেল। করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভ ম্যাচে অংশ নেন তিনি। মূলত আইসিসির নিয়মের কারণেই ক্রিকেটাররা এবার এই সুযোগ পাচ্ছেন।
এবারের বিশ্বকাপ শুরুর আগে আইসিসি জানিয়ে দেয়, অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে করোনায় আক্রান্ত হওয়া কোনো খেলোয়াড় সুস্থবোধ করলে খেলতে পারবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০