স্পোর্টস ডেস্কঃ অবশেষে করোনা থেকে মুক্ত হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট চলাকালীনই করোনায় আক্রান্ত হন ম্যাথিউস। এই তারকা ক্রিকেটার ম্যাচের প্রথম দুই দিন খেললেও, তৃতীয় দিন থেকে ছিটকে যান। অবশ্য ঐ দিনই শেষ হয়ে যায় ম্যাচ।
করোনায় আক্রান্ত হওয়ায় আইসোলেশনে চলে যেতে হয় ম্যাথিউসকে। তবে সেখান থেকে ছাড়া পেয়েছেন। করোনা থেকে মুক্ত হয়েছেন তিনি। ইতিমধ্যেই মেডিকেল ছাড়পত্রও পেয়ে গেছেন। যার ফলে বাঁধা ছিল না দলের সাথে যোগ। মঙ্গলবার যোগ দিয়েছেন দলের সাথে।
করোনা থেকে মুক্তি পাওয়ায়, সিরিজের বাকি থাকা টেস্টে খেলতে আর কোনো বাঁধা নেই ডানহাতি এই ক্রিকেটারের। আগামী ৮ জুলাই গলে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। দুই ম্যাচের সিরিজের ১-০ ব্যবধানে এখন এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা