কলকাতায় পৌঁছালেন লিটন, মিস করবেন সাকিব ভাইকে

0
63

স্পোর্টস ডেস্ক:: আইপিএল খেলতে প্রথমবার কলকাতায় গেলেন লিটন দাস। বাংলাদেশী এই তারকা ক্রিকেটার প্রথমবার খেলছেন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে কলকাতার বিমানে চড়েন তিনি। ইতিমধ্যে পৌঁছেও গেছেন কলকাতায়।

আইপিএল খেলতে যাওয়া বাংলাদেশী এই তারকা জানিয়েছেন, চেষ্টা করবেন ভালো খেলার। ভবিষ্যতের জন্য নিজেকে সমৃদ্ধ করার। জানিয়েছেন, তার দলে সুযোগ পাওয়া আরেক বাংলাদেশী সাকিবও যদিন থাকতেন, খেলতেন ভালো লাগতে। কলকাতায় তিনি মিস করবেন অধিনায়ককে।

ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে প্রমাণের সুযোগ পেয়ে খুশি লিটন দাস কলকাতায় যাওয়ার আগে ঢাকায় বলেন, ‘আমি মনে করি এটা একটা সুযোগ। এরকম একটা ইভেন্টে কখনো যেতে পারিনি। প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি।’

সাকিবকে মিস করবেন জানিয়ে লিটন দাস বলেন, ‘ এটা একটা ভিন্ন গল্প এখন। অবশ্যই যদি সাকিব ভাইয়ের সঙ্গে যেতে পারতাম খুব ভালো লাগতো। একই দেশের খেলোয়াড়, একই ড্রেসিংরুম শেয়ার করতাম, খুব ভালো লাগতো। কোনো কারণে হয়তো তিনি যাচ্ছেন না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here