কলকাতায় বিশ্বকাপে বাংলাদেশের ২ ম্যাচের টিকিটের দাম ঘোষণা

0
94

স্পোর্টস ডেস্কঃ আগামী ৭ অক্টোবর বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। নিজেদের পরবর্তী ম্যাচও ধর্মশালায় খেলবে তামিম ইকবালের দল। প্রতিপক্ষ ইংল্যান্ড। ধর্মশালায় প্রথম দুটি ম্যাচ খেলে বাংলাদেশ যাবে চেন্নাইয়ে।

১৪ অক্টোবর বাংলাদেশের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, চেন্নাইয়ে। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ ১৯ অক্টোবর পুনেতে। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই ২৪ অক্টোবর। কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর, প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা দল নেদারল্যান্ডস। তিন দিন পর এখানেই লড়াই পাকিস্তানের বিপক্ষে।

৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা আরেক দলের সঙ্গে। এই পর্বের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে, ১২ নভেম্বর। এদিকে কলকাতায় বাংলাদেশের দুই ম্যাচসহ মোট ৫টি ম্যাচ আয়োজন হবে। ইডেন গার্ডেন্সে টাইগারদের এই দুই ম্যাচসহ ৫ ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বনিম্ন ৬৫০ রুপি থেকে সর্বোচ্চ ১৫০০ রুপি পর্যন্ত টিকিটের দাম হবে। আর পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন ৮০০ রুপি থেকে সর্বোচ্চ ২২০০ রুপি পর্যন্ত টিকিটের দাম হবে। ডাচদের বিপক্ষে  ম্যাচের ইডেনের আপার টিয়ারে বসে যারা খেলা দেখবে তাদের খরচ করতে হবে ৬৫০ ভারতীয় রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০০ রুপি। আর ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০০ রুপি যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৯৭৪ টাকা।

এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য কিছুটা বাড়ানো হয়েছে। ইডেনের আপার টিয়ারের টিকিটের মূল্য ধরা হয়েছে ৮০০ ভারতীয় রুপি (১০৫৩ টাকা)। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকের টিকিটের মূল্য রাখা হয়েছে ১২০০ রুপি (১৫৭৯ টাকা)। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ রুপি যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৬৩২ টাকা। আর ‘বি’ এবং ‘এল’ ব্লকের টিকিটের মূল্য রাখা হয়েছে ২২০০ রুপি (২৮৯৫ টাকা)।  

 

বিশ্বকাপে বাংলাদেশের সূচি

·       প্রতিপক্ষ তারিখ ভেন্যু
·       আফগানিস্তান ৭ অক্টোবর ধর্মশালা
·       ইংল্যান্ড ১০ অক্টোবর ধর্মশালা
·       নিউজিল্যান্ড ১৪ অক্টোবর চেন্নাই
·       ভারত ১৯ অক্টোবর পুনে
·       দক্ষিণ আফ্রিকা ২৪ অক্টোবর মুম্বাই
·       নেদারল্যান্ডস ২৮ অক্টোবর কলকাতা
·       পাকিস্তান ৩১ অক্টোবর কলকাতা
·       শ্রীলঙ্কা ৬ নভেম্বর দিল্লি
·       অস্ট্রেলিয়া ১২ নভেম্বর পুনে

 

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here