স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে দলটির প্রতিপক্ষ দুই দলের লড়াই শুরু হবে রাত ৮টায়। এর আগে ইতিমধ্যেই হয়েছে ম্যাচের টস।
সেই টস জিতেছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানা। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে এইডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ।
এই ম্যাচে বাংলাদেশি ভক্তরা আশায় ছিলেন, একাদশে সুযোগ পাবেন লিটন দাস। তবে সেটা আপাতত হচ্ছে না। লিটনকে নিজেদের একাদশে রাখেনি কলকাতার টিম ম্যানেজম্যান্ট। সবশেষ গুজরাট টাইটান্সের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের একাদশ নিয়েই মাঠে নামছে কেকেআর শিবির।
এমনকি ইমপ্যাক্ট প্লেয়ারের কোটার জন্য সাবস্টিটিউটেও রাখা হয়নি লিটনকে। সেখানে একমাত্র বিদেশি হিসেবে রাখা হয়েছে ডেভিড ভিসেকে। যদিও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ম্যাচে কলকাতার ব্যাটিং ইনিংসে ভেঙ্কেটেশ আইয়ারের খেলা প্রায় নিশ্চিত। তবে এতে করেই দীর্ঘায়িত হলো লিটন দাসের আইপিএল অভিষেক। টাইগার ক্রিকেটারকে অপেক্ষা করতে হবে আরও।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
নীতিশ রানা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, এন জগদীশন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, মৈয়াঙ্ক আগারওয়াল, রাহুল ত্রিপাঠি, হ্যারি ব্রুক, হেনরিখ ক্লাসেন, মার্কো জেনসেন, মৈয়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও থাঙ্গারাসু নটরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা