স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ব্যাঙ্গালোরের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই হয়ে গেছে টস।
সেই টস জিতেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স দল।
এই ম্যাচেও কলকাতার একাদশে জায়গা হয়নি লিটন দাসের। বাংলাদেশের এই তারকা উইকেটরক্ষক ব্যাটার টানা দুই ম্যাচে একাদশে সুযোগ পেলেন না। দিল্লি ক্যপিটালসের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৪ বলে মাত্র ৪ রান করেন লিটন। উইকেট কিপিংয়েও ব্যর্থ হয়েছেন। সহজ স্টাম্পিং মিস করেছেন তিনি। যার ফলে পরের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশে দেখা যায়নি বাংলাদেশের তারকাকে।
এবার ব্যাঙ্গালোরের বিপক্ষেও একাদশে রাখা হয়নি লিটনকে। অথচ দলের তিন বিদেশি ব্যর্থ নিজেদের পারফম্যান্সে। আন্দ্রে রাসেল ও সুনীল টানা ব্যর্থ। আর সবশেষ ম্যাচে লিটনের পরিবর্তে খেলানো হয় ডেভিড ভিসেকে। সেই তিনিও বল ও ব্যাট হাতে ব্যর্থ। সেই বিবেচনায় মাত্র এক ম্যাচে সুযোগ পাওয়া লিটন একাদশে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন। কিন্তু একাদশে সুযোগ দেওয়া হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারকে।
তবে এক পরিবর্তন এনেছে কলকাতা। একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে কুলওয়ান্ত কেজরোলিয়াকে। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ভৈবব আরোরা। এদিকে ব্যাঙ্গালোর নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। রাজস্থানের বিপক্ষে ম্যাচের একাদশ ধরে রেখেই খেলতে নামছে।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
নীতিশ রানা (অধিনায়ক), জেসন রয়, ভেঙ্কেটেশ আইয়ার, নারায়ণ জগদীশ, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ডেভিড ভিসে, ভৈবব আরোরা, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মহিপাল লমরর, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, মোহাম্মদ সিরাজ ও বিজয়কুমার বিশাক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post