স্পোর্টস ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসান বল হাতে ৪ ওভারে ১ মেডেনে ৮ রান খরচায় ২ উইকেট নেন। এরপর ব্যাট হাতে ১০ বলে ১৭ রান করেন তিনি। উড়িয়ে মারতে যেয়ে বাউন্ডারি সীমানায় ক্যাচ হয়ে সাকিব ফিরেন প্যাভিলিয়নে।
এর আগে বল হাতে সাকিব নিজের প্রথম ওভারে ৬ রান দেন। দ্বিতীয় ওভারে নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্টকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে আউট করেন এই বাঁহাতি স্পিনার। সাকিবের তৃতীয় ওভারে দ্বিতীয় বলেই বেন কাটিং রান আউট হয়ে ফেরেন। আর চতুর্থ ওভারে এসে নিজের প্রথম বলেই পবন নেগিকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। সেই ওভারে কোনো রানই খরচা করেননি তিনি।
১১৩ রানেই গুটিয়ে যায় টিম পার্পল। ব্যাট হাতে নেমে প্রথম বলে ডট বল খেলার পর দ্বিতীয় বলে সাকিব দৌড়ে সংগ্রহ করেন ২ রান। এরপর পরপর ২ বলে চার ও ছয় হাকিয়ে সাকিব পৌঁছান ১৭ রানে। পরের বলে আউট হয়ে যান তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০