স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যেই।
আর ঘরের মাঠে টস জিতেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স।
এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৭ জয়, ৪ হার ও এক পরিত্যক্ত ম্যাচের হিসেবে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে চেন্নাই। দলটি প্লে-অফ নিশ্চিত করার খুব কাছেই রয়েছে। এই ম্যাচ জিতলে গুজরাটকে টপকে উঠে যবে পয়েন্ট টেবিলের শীর্ষেও।
অপরদিকে সমান ১২ ম্যাচ খেলে চেন্নাইয়ের ঠিক উল্টো ৫ জয় ও ৭ হারে ১০ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে টেবিলের ৮ নম্বরে অবস্থান কলকাতার। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে দলটির জয়ের বিকল্প নাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা