কলকাতার ১২ ক্রিকেটারকে জরিমানা

0
42

স্পোর্টস ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের শুরুর একাদশসহ ইম্প্যাক্ট ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। অধিনায়ক নিতিশ রানাকে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে। এই ক্রিকেটারকে ২৪ লক্ষ টাকার জরিমানা করেছে বিসিসিআই।

চলতি আইপিএলে দ্বিতীয়বার আচরণবিধি লঙ্ঘন করেছে কলকাতা। স্লো ওভার রেটের জন্য এই দলকে জরিমানা করা হয়েছে। আর দুই অপরাধেই অধিনায়ক ছিলেন রানা। ফলে তাঁর জরিমানার পরিমাণ বেশি। দলের সকল সদস্যকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

চেন্নাইয়ের বিপক্ষে রোববারের ম্যাচে কলকাতা নির্ধারিত সময়ে শেষ ওভার বোলিং করতে পারেনি। এর খেসারত দলকে ভুগতে হয়েছিল মাঠে। এই কারণে মাত্র ৪ জন ফিল্ডার ৩০ গজের বাইরে ছিল। এবার পুরো দলকে জরিমানাও করা হয়েছে। যা চলতি আসরে কলকাতার দ্বিতীয়।

কলকাতার অধিনায়ক রানা একই ভুল যদি আবার করেন তাহলে তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। যদিও লিগ পর্বে মাত্র একটি ম্যাচ আছে কলকাতার। তাই সে ম্যাচে আইন ভঙ করলেও কোয়ালিফায়ারে নিষেধাজ্ঞা পাওয়ার সুযোগ নেই রানার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here