স্পোর্টস ডেস্কঃ আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচে ১ রানে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। রোববার ইডেনে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২২২ রান করে স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় ২২১ রানে থামে বেঙ্গালুরু।
বেঙ্গালুরুর শেষ ওভারে দরকার ছিল ২১ রান, মিচেল স্টার্কের প্রথম ৪ বলে বেঙ্গালুরুর কর্ণ শর্মা মারেন ৩টি ছক্কা। কিন্তু ২ বলে ৩ রান দরকার থাকার সময় লো ফুল টসে টেনে মারতে গিয়ে স্টার্কের দারুণ ক্যাচে পরিণত হয়ে থামতে হয় কর্ণকে। শেষ বলে লকি ফার্গুসন দুই রান নিতে পারলে টাই হতো ম্যাচটা। তবে ফার্গুসনকে রানআউট করেন ফিল সল্ট। নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত হৃদয়ভঙ্গই হয়েছে বেঙ্গালুরুর।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বেঙ্গালুরু। তবে ইনিংস বড় করতে পারেননি বিরাট কোহলি। সাজঘরে ফিরেছেন ৭ বলে ১৮ রান করে. এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ফাফ ডু প্লেসিসও। ৭ বলে ৭ রান করেছেন বেঙ্গালুরুর অধিনায়ক। ৩৫ রানে ২ উইকেট হারানো দলটিকে ম্যাচে ফেরান উইল জ্যাকস ও রজত পাতিদার। তৃতীয় উইকেটে ১০২ রানে জুটিতে ম্যাচ জমিয়ে তুলে এই দুই ব্যাটার। ৩২ বলে ৫৫ রান করেন জ্যাকস। আর পাতিদার করেছেন ২৩ বলে ৫২ রান।
তবে মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি ক্যামেরন গ্রিন-মহীপাল লৌমরোররা। শেষদিকে ৭ বলে ২০ রানের ক্যামিও খেলেছেন কর্ণ। তবে সেটাও জয়ের জন্য যথেষ্ট হয়নি। এর আগে প্রায় হেরে বসা বেঙ্গালুরুর হাল ধরেন দীনেশ কার্তিক ও কর্ণ। কিন্তু ১৯তম ওভারের শেষ বলে কার্তিক ১৮ বলে ২৫ রান করে আউট হয়ে যান। এরপর শেষ ওভারে স্টার্ককে ৩ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন কর্ণ। তবে শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয় নি বেঙ্গালুরুর। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২২ রানের সংগ্রহ দাঁড় করে স্বাগতিক কলকাতা।
অধিনায়ক স্রেয়াশ আইয়ার হাফ সেঞ্চুরি করেন। সর্বোচ্চ রানের ইনিংস ৫০। বাকিদের আর কেউ হাফ সেঞ্চুরি করতে পারেনি। ১৫ বল খেলেন সুনিল নারিন। আজ সুবিধা করতে পারেন নি বাঁহাতি এই ব্যাটার। ১৪ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন সল্ট। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। অঙ্করিশ রঘুভানসি ৩ রান করে আউট হয়ে গেলেও কেকেআরের বড় স্কোর গড়তে অসুবিধা হয়নি। ভেঙ্কটেশ আয়ার ৮ বলে ১৬, স্রেয়াশ আয়ার ৩৬ বলে ৫০ রান করেন। রিঙ্কু সিং করেন ১৬ বলে ২৪ রান। আন্দ্রে রাসেল অপরাজিত ছিলেন ২০ বলে ২৭ রান করে। ৯ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন রামদিপ সিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post