স্পোর্টস ডেস্কঃ চলতি আইপিএল ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। প্রতিবেদনে জানানো হয়েছে শুধু কলকাতা নাইট রাইডার্স নয়, আগামী জুনে হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাকে পাবে না ভারত।
আইয়ারকে যেতে হচ্ছে অস্ত্রোপচারের টেবিলে। গত মাসের শেষভাগে বোর্ডার-গাভাস্কার সিরিজে পিঠের চোটে পড়েন এই ব্যাটার। ফলে চলতি আইপিএলে নেই তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল অস্ত্রোপচার না করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আইয়ার। তবে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ছুরিকাঁচির নিচে যেতে হচ্ছে তাঁকে।
জানা গেছে পিঠের চোটের জন্য দ্রুতই অস্ত্রোপচার করাতে চান আইয়ার। এজন্য বিদেশে যেতে হচ্ছে তাকে। অস্ত্রোপচারের পর অন্তত ৩ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরপর তিনি অনুশীলন শুরু করতে পারবেন। পুরোপুরি ফিট হতে কত সময় লাগতে পারে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখনই। তবে ধারণা করা হচ্ছে, অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের আগে পূর্ণ ফিট হয়ে উঠবেন আইয়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০