স্পোর্টস ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে পৌঁছেছেন লিটন কুমার দাস। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে রোববার ভারতের উদ্দেশ্যে রওনা দেন।
টাইগার তারকা ইতিমধ্যেই কলকাতা শিবিরে যোগ দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে। যেখানে কেকেআর শিবির থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে লিটন দাস পৌঁছে গেছেন। বলার অপেক্ষা রাখে দলটি উচ্ছ্বসিত।
লিটন দাসের দলের সাথে যোগ দেওয়ার ছবি দিয়ে কেকেআর পোস্টে লিখেছে, ‘পৌঁছে গেছে, লিটন দা’। এই পোস্ট শেয়ার করে আবার নিজের ফেসবুক পোস্টে লিটন লেখেন, ‘সামনে কিছু রোমাঞ্চিত দিনের আশা করছি’।
বলার অপেক্ষা রাখে না, শুধু কেকেআর শিবিরই নয়, উচ্ছ্বসিত লিটন দাস নিজেও। প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছেন লিটন। সেটাও আবার কলকাতা শহরের হয়ে। একে তো বাঙালিয়ানার সম্পর্ক, তার ওপর এটি নিজের পছন্দের শহরের লিটনের। সব মিলিয়েই রোমাঞ্চিত এই ডানহাতি ক্রিকেটার। লিটনকে আইপিএলে দেখতে চাওয়া সমর্থকরাও রোমাঞ্চিত।
আইপিএল খেলতে ভারতে উড়াল দেওয়ার আগে রোববার বিমানবন্দরে গণমাধ্যমকে লিটন বলেন, ‘আমি জানি না যে ওখানে গিয়ে খেলব কি না। খেললেও ভালো খেলব কি না তার গ্যারান্টি নাই। এটা একটা শেখার প্রক্রিয়া। ২০-২৫ দিন বা যত দিনই থাকব চেষ্টা করব সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে।’
ভক্তদের থেকে সমর্থন চেয়ে লিটন বলেন, ‘আমার মনে হয়, এখানে আমাকে ভক্তরা যে সমর্থন দেয় তা ওখানেও দেবে। আশা করি ভালো কিছুই হবে। এটা আমার জন্য প্রথমবার আইপিএলে যাওয়া। অবশ্যই ভালো লাগছে। আমি খুশি। নিজের তেমন কোনো লক্ষ্য স্থির করিনি। সুযোগ পেলে ভালো খেলব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post