স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে হারের মধুর প্রতিশোধ নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা জিতেছে ১০০ রানের বড় ব্যবধানে। আর এই ম্যাচ জেতার অন্যতম নায়ক রিচি টপলি। ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে অনন্য এক কীর্তি গড়েছেন এই পেসার।
ইংল্যান্ডের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয়ে যায় ১৪৬ রানেই। যেখানে একাই ছয় উইকেট শিকার করেন টপলি। ৯.৫ ওভার বল করে ২ মেইডেনসহ মাত্র ২৪ রান খরচায় ৬ উইকেট লাভ করেন টপলি। যা কিনা ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সেরা বোলিং ফিগার।
এর আগে এই কীর্তি ছিল পল কলিংউডের দখলে। ২০০৫ সালে ২১ জুন নটিংহ্যামে বাংলাদেশের বিপক্ষে ১০ ওভার বলে করে ১ মেইডেনসহ ৩১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। তবে ১৭ বছর পর সেটি ভেঙে নতুন রেকর্ড গড়লেন এবার টপলি।
অবশ্য ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে ৬ উইকেট শিকার করা তৃতীয় বোলার টপলি। কলিংউডের পর ক্রিস ওকস শিকার করেছেন ৬ উইকেট। সেটাও আবার দুই বার। যদিও একবারও টপকাতে পারেননি কলিংউডকে। তবে প্রথমবার ছয় উইকেট শিকার করেই সবাইকে ছাড়িয়ে শীর্ষে এখন টপলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা