স্পোর্টস ডেস্কঃঃ লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা কষ্ট করে জিতলো বিলবাওবার বিপক্ষে।। রাতের ম্যাচে শেষ দিকের একমাত্র গোলে জিতেছে দলটি।
বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিলবাওয়ের বিপক্ষে জেতার জন্য বেশ কষ্ট করতে হয়েছে বার্সাকে। আগের ম্যাচে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়াতে ক্যাম্প ন্যুতে জয়ের জন্য বাড়তি চাপও ছিলো জাভির দলের।শেষ পর্যন্ত বদলী নামা মার্ক গিইউয়ের গোলে স্বস্তির জয় পেয়েছে দলটি।
১-০ গোলে জিতলেও বার্সা ম্যাচে দাপট দেখায়। ৬২ শতাংশের বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রণ রাখে।তবুও প্রথমার্ধে গোলের দেখা পায়নি জাভির দল। বিলবাও আদায় করতে পারেনি গোল। ফলে গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর থেকে বার্সা গোলের জন্য মরিয়া হয়ে উঠে। অবশেষে সাফল্যের দেখা পায় নির্ধারিত সময় শেষের মিনিট দশেক আগে। মার্ক গিইউ বদলী নেমেছিলেন ম্যাচের ৭৯তম মিনিটে। ফেরমিন লোপেসের বদলী নেমেই গোল শুন্য সমতায় থাকা ম্যাচে বার্সাকে জিতেছেন ৮০তম মিনিটে দারুণ এক গোলে।
ক্যাম্প ন্যুতে কোচ জাভি তখন ম্যাচের দশ মিনিট বাকী থাকতেই মাঠে নামান ১৭ বছরের তরুণ মার্ক গিইউকে। কোচের আস্থার প্রতিদানও দেন তিনি। লোপেসের বদলী নামার পরের মিনিটেই দলকে এনে দেন কাঙ্খিত গোল। ৯০তম মিনিটেই বার্সা এগিয়ে যায় ১-০ গোলে।
শেষ দিকে পাওয়া লিড ধরে রাখে জাভির শিষ্যরা। অন্তিম সময়ে গোল হজম করা বিলবাও আর ঘুরে দাঁড়াতে পারেনি। পয়েন্ট টেবিলের তিনে উঠে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০