কষ্টে পাওয়া জয়ে প্রিমিয়ার লিগ শুরু আর্সেনালের

0
50

স্পোর্টস ডেস্কঃ শেষ দিকে জমে ওঠা ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু আর্সেনালের। শনিবার নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়েছে গানাররা। প্রথমার্ধে এডি এনকেটিয়া ও বুকায়ো সাকার গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় মিকেল আর্তেতার দল। শেষ দিকে ব্যবধান কমান নটিংহ্যামের টাইও আওনিয়ি।

এমিরেটস স্টেডিয়ামে ২৬ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। মার্তিনেল্লির পাস থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে পথ নিখুঁত শটে জাল খুঁজে নেন এনকেটিয়া। স্বাগতিক সমর্থকদের আনন্দ দ্বিগুণ হয় ৩২ মিনিটে। সালিবার পাস থেকে পাওয়া বল একটু এগিয়ে কিছুটা জায়গা করে নিয়ে বাঁ পায়ে দারুণ কোণাকুনি শটে লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড বুকায়ো সাকা। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে স্কোরলাইন ২–০ করেন এই উইঙ্গার।

৮২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল পায় নটিংহ্যাম। কর্নার ফেরানোর পর বাঁ দিক দিয়ে অ্যান্থনি এলাঙ্গার হাত ধরে আক্রমণে ওঠে অথিতিরা। নিজেদের অর্ধ থেকে এক ছুটে আর্সেনালের বক্সে গিয়ে গোলমুখে বল বাড়ান তিনি, আলতো টোকায় বাকি কাজ সারেন আওনিয়ি। জমে ওঠে ম্যাচ। তবে শেষদিকে আর কোনো নাটকের জন্ম হয় নি।

এই জয়ে মধুর প্রতিশোধ নেওয়া হলো আর্সেনালের। গত লিগে শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়ে দ্বিতীয় হওয়া আর্তেতার দল নিজেদের ৩৭তম ম্যাচে নটিংহ্যামের মুখোমুখি হয়েছিল; ওই ম্যাচে ১-০ গোলে হেরেছিল তারা। যার কারণে লিগ শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছিল তারা। যার কারণে শেষ পর্যন্ত শিরোপা উৎসব করে ম্যানচেস্টার সিটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here