কাউকে ধরে আমি দলে আসি না- শুভাগত

0
62

স্পোর্টস ডেস্ক: প্রায় সময়ই জাতীয় দলে ডান পান শুভাগত হোম। সুযোগ পান একাদশেও। কিন্তুু তাকে নিয়ে খানিকটা কানাঘুষা থাকে। অনেকেই সমালোচনা করেন, কেউবা অভিযোগ করেন শুভাগত হোম অন্য উপায়ে জাতীয় দলে বার বার থেকে যান।

আবারো নিউজিল্যান্ড সফরের জন্য প্রাথমিক দলে জায়গা পাওয়ার পরও তা অব্যাহত। বিষয়টি জানেন এই স্পিনিং অলরাউন্ডার। জানালেন, নির্বাচকরা তাকে দলে ভেড়ালে কারো কিছু করার নেই। কাউকে ধরে তিনি দলে জায়গা পাননি।

দলে তার ডাক পাওয়া নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ দলের সমর্থকরা তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে, ছাড় দেয় না নির্বাচকদেরকেও। এর সবকিছুকেই মেনে নিয়েছেন জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা এই ক্রিকেটার।

একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘সবার মুখ তো আর বন্ধ করা যায় না। সবারই তো পাঁচ আঙ্গুল সমান না। খারাপ কথা বলবে, ভালো কথা বলবে, সবকিছু মিলেই ক্রিকেট। ওইগুলো নিয়ে ভেবে লাভ নেই। এটা তো আমার সিলেকশন না, যে আমি নিজে করেছি বা কাউকে ধরে আমি দলে গেছি। এটা নির্বাচকদের ব্যাপার। ওনারা নিয়েছেন। ওনারা কারে নিবে, কারে নিবে না এটা তো আমার চিন্তা করে লাভ নেই।’

সমালোচনা নিয়ে ভাবছেন না তিনি। এ নিয়ে বলেন, ‘এগুলো আসলে আমি খুব একটা ফলো করিও না। ফেসবুক এতো ব্যবহার করিও না। শুধু আমার নিজের কাজটাই করতে চেষ্টা করি। হয়তো কখনো সফল হই, কখনো হই না। কিন্তু চেষ্টা থাকে যে, নিজের যে অবস্থান আছে সেটা ধরে রাখতে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/00

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here