স্পোর্টস ডেস্ক:: মাত্র এক ম্যাচের জন্য সাকিব আল হাসানকে উড়িয়ে নিয়ে যে মন্দ করেনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল সেটাই বুঝিয়ে দিলেন সাকিব আল হাসান। এক ম্যাচেই শিকার করেছেন আট উইকেট। সারেকে চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার। নিজেও পৌঁছে গেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে অনন্য মাইলফলকে।
সামারসেটের বিপক্ষে সারের হয়ে প্রথম ইনিংসে চার উইকেটের পর এবার দ্বিতীয় ইনিংসেও চার উইকেট শিকার করেছেন সাকিব। টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে সমারসেটকে দুই ইনিংসেই গুড়িয়ে দিয়েছেন বাংলাদেশের স্পিনার।ল সারের।
প্রথম ইনিংসে সাকিবের ৪ উইকেট শিকারের পরও সামান ৩১৭ রান তুলেছিলো টম ব্যান্টনের ১৩২ রানের ওপর ভর করে। কম যায়নি সাকিবের দলও। তারাও লিড নিয়েছে নিজেদের প্রথম ইনিংসে। ৪ রানের লিড নিয়ে সারে অলআউট হয়েছে ৩২১ রানে।
নিজেদের দ্বিতীয় ইনিংসেও সামারসেট সাকিবের বোলিং তোপে পড়ে। বাংলাদেশী তারকার চার উইকেট শিকার দলটি এখন পর্যন্ত ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে।
আর্কি ভনকে বোল্ড করার মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে উইকেট শিকার শুরু করেন সাকিব। একে একে প্রতিপক্ষ অধিনায়ক লুইস গ্রেগরিক ও টম অ্যাবেলকে এলবিডব্লিউ, জেমস রিউকে ক্যাচ দিতে বাধ্য করেন।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে দুই ইনিংসে ৮টি উইকেট নেয়ার মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলকে সাকিব।১০৬ প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন সাকিব। আগের ১০৫ ম্যাচে ৩০.২৭ গড়ে ৩৪২ উইকেট নিয়েছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০