স্পোর্টস ডেস্কঃ ভারতে চলছে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে টুর্নামেন্টে দল পাননি ভারতের চেতেশ্বর পূজারা ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দল না পাওয়ায় আইপিএলে খেলা হচ্ছে না দুজনের। তবে ঠিক বসে নেই তারা। আইপিএলের সময়টাতে আগে থেকেই কাউন্টি ক্রিকেটে চলে যান চেতেশ্বর পূজারা।
কাউন্টি ক্রিকেটের দল সাসেক্সের অধিনায়ক তিনি। এবার সেখানে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। দুজনই সাসেক্সের হয়ে একসাথে মাঠ মাতাবেন। অথচ কিছুদিন পরই দুজন একে অপরের প্রতিপক্ষ হয়ে খেলবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
আগামী ৭ জুন ইংল্যান্ডের দ্য ওভালে বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। কিছুদিন আগেও চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল দুই দল। সেই প্রতিপক্ষ ছাপিয়ে এবার দুই তারকা একসাথে একই দলের হয়ে মাঠ মাতাবেন।
বলার অপেক্ষা রাখে না এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতিটাও বেশ ভালোভাবে তাদের। স্মিথের অবশ্য শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, সামনে অ্যাশেজ সিরিজও আছে। এই অজি তারকা অন্তত ৩টি ম্যাচ খেলবেন সাসেক্সের হয়ে।
দুজনই একই দলের হয়ে খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাসেক্স অধিনায়ক পূজারা। তিনি বলেন, ‘আমরা একে অপরের সাথে কথা বলেছি। অধিকাংশ সময়ই আমরা একে অপরের বিপক্ষে খেলেছি। এবার আমরা একই দলে খেলতে মুখিয়ে আছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা