কাউন্সিলরদের ৫০ হাজার-মোবাইল দিয়ে ব্যয় কমানোর কথা জানাল বিসিবি

0
18

নিজস্ব প্রতিবেদকঃ খরচের খাতা বৃদ্ধি পাওয়ায়, সেটা কমানোর দিকে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ধারাবাহিকতায় বিসিবির বর্তমান কমিটির বার্ষিক সাধারণ সভায়ও (এজিএম) এর দেখা মিললো। এবার কাউন্সিলরদের দেওয়া উপহারের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে।

সবশেষ এজিএমে কাউন্সিলরদেরকে দেওয়া হয়েছিল ১টি করে ল্যাপটপ ও ১ লক্ষ করে টাকা। তবে এবারের এজিএমে দেওয়া হয়েছে ৫০ হাজার করে টাকা ও ১টি করে মোবাইল ফোন। যার ফলে স্বাভাবিকভাবেই ব্যয় কমে এসেছে অনেকটাই। যদিও সেই ব্যয় কমানোতে প্রশ্ন এসেছিল, গেল বার নির্বাচন ছিল। আর এবার সেই নির্বাচন নেই। সেই প্রসঙ্গ একেবারে উড়িয়ে দেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির এজিএম শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘অনেক কমানো হয়েছে, আপনারা শুনলে অবাক হবেন। গতবার ১ লক্ষ আর এবার দেওয়া হয়েছে ৫০ হাজার। ৫০ শতাংশ কমানো হয়েছে। গতবার দেওয়া হয়েছে ল্যাপটপ, এবার দেওয়া হয়েছে মোবাইল ফোন। কত সেভিংস হয়েছে, আপনাদের ধারণাই নাই।’

গেলবার নির্বাচন ছিল আর এবার নির্বাচন নেই, সেই পার্থক্য তুলে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নে পাপনের ভাষ্য ছিল, ‘গতবার নির্বাচন! হতেও পারে, আমি অস্বীকার করছি না এটা। কিন্তু কথা হচ্ছে আমরা কাট করেছি। আগেরবারের চেয়ে কম দেওয়া হয়েছে। অনেক সেভিংস। আগেরবারের চেয়ে এবারেরটা কম, এটাই বড় কথা।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here