স্পোর্টস ডেস্ক:: অলিম্পিক বাছাইয়ে মেয়েদের পাঠাতে না পেরে সমালোচনায় থাকা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে খোঁচা দিয়ে ছিলেন। এরপর পাল্টা জবাবও দিয়েছেন নাজমুল হাসান পাপন।
কিন্তুু এবার আরো একবার বিসিবি সভাপতির খোঁচা খেলেন বাফুফে সভাপতি। কাজী সালাউদ্দিন সম্প্রতি তার বিরুদ্ধে সমালোচনা বন্ধ করতে হাইকোর্টে রিট করেছেন। সরকারের বিভিন্ন ব্যক্তিকে বিবাদী করার পাশাপাশি সাংবাদিকদেরও বিবাদী করেছেন তিনি।
হাইকোর্টে রিটে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অপসারণের নির্দেশনা চেয়ে ছিলেন তিনি। এবার সাংবাদিকদের আলাপকালে সেই খোঁচা দিলেন নাজমুল হাসান পাপন। জানালেন, সমালোচনায় তিনিতো কখনো রিয়ল্যাক্ট করেন না।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘দেখেন, আমি একটা কথা বলি। আমাকে নিয়ে যত আলোচনা হয়, খারাপই বেশি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বা যেটাই হয়, আমি কখনো রিয়্যাক্ট করি না। আমি একটা জিনিস মনে করি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, ওই অনুযায়ী এগিয়ে যেতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। এটা যে একেবারে সবসময় ঠিক হবে, এমনও কোনো কথা নাই। আমার ভুলও হতে পারে। ’
সমালোচনা নিয়ে ভাবেন না জানিয়ে তিনি আরো বলেন,‘এসব শুনলে একটা জিনিস হয় কী আমাদের একটা সতর্কতা আসে। যে যা বলছে এটা দেখি। যদি দেখি যে না এটা ঠিক না, তাহলে মাথা ঘামানোর কোনো কারণই দেখি না। আর যদি ঠিক হয় তাহলে আমাদের সংশোধনের একটা সুযোগ আছে। অনেককিছু আছে আমাদের ভালো না-ও লাগতে পারে, কিন্তু সবই যে একেবারে খুব খারাপ কিছু বলছে; তা না। কিছু জিনিস আমাদের সংশোধনে সাহায্য করে। এগুলো নিয়ে চিন্তা করার প্রশ্নই আসে না। ’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সমালোচনা বন্ধে আদালতে গেছেন, ভবিষ্যতে আপনিও কি এমনটা করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘মামলা করা বা লিগ্যাল নোটিশ দেওয়া এগুলোর তো প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা সবসময় বলে আসছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান, এটার পেছনে মিডিয়ার বড় অবদান আছে। এজন্য এরকম কোনো চিন্তার প্রশ্নই আসে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post