স্পোর্টস ডেস্ক:: আগের ম্যাচে ইরাককে হারিয়ে দেওয়া বাংলাদেশ এবার কাতার হারিয়ে বড় চমক দিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাহরাইনে চলমান এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল প্রতিযোগিতায় কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে কাতারকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ভলিবল দল। দ্বিতীয়বারের মতো এশিয়ান পর্যায়ে অংশ নেওয়া বাংলাদেশ ভলিবলের এটিই সর্বোচ্চ অর্জন। ১৭ দলের এশিয়ান কিশোরদের এই ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ জায়গা করে নিলো সেরা বারোতে।
কাতার প্রবাসী বাঙালিরা স্টেডিয়ামে হাজির হয়ে ছিলেন স্বদেশের কিশোরদের সমর্থন দিতে। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে খেলোয়াড়দের সাথে তারাও মেতে উঠেন আনন্দে। জাতীয় পতাকা ওড়িয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা।
শুক্রবার ম্যাচটির প্রথম সেটে বাংলাদেশ হেরে যায় ২০-২৫ পয়েন্টে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। কাতার অনূর্ধ্ব-২০ দলকে ২৫-১৯ পয়েন্ট হারায় তারা। এরপর তৃতীয় সেটে ২৫-১৮ পয়েন্টে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ সেটেই সমতায় ফেরে কাতার। টানটান উত্তেজনার চতুর্থ সেট কাতার জিতে যায় ২৫-২৩ সেটে। পঞ্চম সেজে বাংলাদেশ দারুণ খেলা উপহার দেয়। কাতারকে ১৫-৯ সেটে হারিয়ে চমকে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ভলিবল দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০