স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম এশিয়ান ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন। এবার তিনি কাতার ক্রিকেটের কাতার ক্রিকেট ও কাতার অলিম্পিকের সঙ্গে কাজ করছেন। বাংলাদেশের সাবেক এই তারকা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়ান ক্রিকেটের উন্নয়ন কর্মকাণ্ড সমন্বয় করেন।
সম্প্রতি তিনি কাতারে ক্রিকেট উন্নয়নে কাজ শুরু করছেন। নিজের ব্যক্তিগত ফেসবুকে তার কিছু ছবিও তিনি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেন, ‘গত কয়েক দিন ধরে কাতার ক্রিকেট ও কাতার অলিম্পিকের সঙ্গে তাদের হাই পারফরম্যান্সের জন্য কৌশল প্রণয়ন ও আলোচনা করতে পেরে আমি সম্মানিত । এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি।
এর আগে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হয়ে কাজ করেছেন। সে সময় আমিনুল ইসলাম চীন, মালয়েশিয়া, নেপাল ও মালদ্বীপের ক্রিকেট উন্নয়নে কাজ করেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কাজ করলেও নিজ দেশে কাজ করার খুব একটা সুযোগ পাননি তিনি।
যদিও আমিনুল ইসলাম অনেকবারই জানিয়েছেন, তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান। সেই সুযোগ যদিও তাকে খুব একটা দেয়নি বিসিবি। ক্রিকেট ছাড়ার পর তিনি স্বপরিবারে অস্ট্রেলিয়া প্রবাসী হন। সেখানের বয়স ভিত্তিক ক্রিকেটেও খেলছে তার ছেলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০