স্পোর্টস ডেস্কঃ বসতে যাচ্ছে লিজেন্ডস ক্রিকেট লিগের তৃতীয় আসর। এবারের আসর অনুষ্ঠিত হবে কাতারের দোহায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের যাওয়া ক্রিকেট তারকারা মাঠ মাতাবেন সেখানে। সব ঠিক থাকলে আগামী ১০ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট।
ভারত মহারাজা, এশিয়া লায়ন্স ও ওয়ার্ল্ড জায়ান্টস তিন দলে ভাগ হয়ে খেলবেন বিশ্বের সব নামিদামি সাবেক তারকা ক্রিকেটাররা। এই আসরে দেখা যাবে অ্যারন ফিঞ্চকেও। অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
এবার চলে এলেন লিজেন্ডস ক্রিকেট লিগে। আগামী আসরে ওয়ার্ল্ড জায়ান্টস দলের হয়ে মাঠ মাতানোর কথা রয়েছে এই তারকার। যেই দলের হয়েই খেলার কথা ক্রিস গেইল, জ্যাক ক্যালিস, ইয়ন মরগান, হাশিম আমলা, ব্রেট লি, শেন ওয়াটসন, রস টেলরের মতো সাবেক তারকাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা