স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে খেলছে বাংলাদেশ। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার লেবাননের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে হাভিয়ের কাবরেরার দল।
ম্যাচের পাঁচ মিনিটেই লিড নেয় লেবানন। বাংলাদেশের ডিফেন্ডার শাকিল হোসেন বক্সে ফাউল করেন। মালয়েশিয়ান রেফারি রাইজাল পেনাল্টির বাঁশি বাজান। লেবাননের সিনিয়র ফুটবলার হাসান মার্তুক গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে আরো একটি গোল আদায় করে লেবানন। ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে নাদের মাতার বক্সে প্লেসিং করে বল জালে পাঠান।
এদিকে কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজ দু’টি পরিবর্তন এনেছেন। অধিনায়ক জামাল ভূইয়াকে একাদশে ফিরিয়েছেন তিনি। ডিফেন্ডার মেহেদী মিঠুর সেই জায়গায় আরেক ডিফেন্ডার শাকিল হোসেনকে সুযোগ দিয়েছেন ক্যাবরেরা। অস্ট্রেলিয়া ম্যাচে দুই সোহেল রানা শুরুতেই ছিলেন। আজ অ্যাটাকিং মিডফিল্ডার সিনিয়র সোহেল রানা থাকলেও ডিফেন্সিভ সোহেল রানা নেই। তার জায়গায় অধিনায়ক জামালের ওপর আস্থা রেখেছেন কোচ।
বাংলাদেশ একাদশ- মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন, তারিক কাজী, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, জামাল ভূইয়া, হৃদয়, সোহেল রানা, মোরসালিন ও রাকিব হোসেন।
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post