স্পোর্টস ডেস্ক:: মুসলিম প্রধান দেশ কাতার। আগামি ফিফা বিশ্বকাপে তাই দর্শকদের মানতি হবে বাড়তি কিছু নির্দেশনা। বিশ্বকাপ ফুটবল সুষ্টুু ভাবে আয়োজনের জন্য কাতারের সরকার বেশ কিছু নীতিমালা প্রণয়ন করেছে। সময়ে সময়ে নানা নীতিমালা জানিয়ে দিচ্ছে দেশটি।
এবার ঈদুল আযহার আগ মুহুর্তে কাতার সরকার বিশ্বকাপ চলাকালে মদপানের বিষয়ে নির্দেশনা দিলো। বিশ্বকাপ ফুটবল আর মদপান যেনো মুদ্রার এপিঠ-ওপিঠ। যেসব দেশে বিশ্বকাপ আয়োজন হয় সেসব দেশে দর্শকেরা প্রকাশ্যেই মদ পান করতে পারেন। কিন্তুু কাতারে সেটি করতে পারবেন না।
তবে কাতার সরকার ফুটবল বিশ্বকাপের জন্য কিছুটা ছাড় দিয়েছে। বিশ্বকাপ দেখতে আসা দর্শকেরা মদপান করতে পারবেন। তবে সেটা নির্দিষ্ট এলাকায়, নির্ধারিত সময়ে। আয়োজক দেশটি জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ও এর আশপাশ এলাকায় মদপান করা যাবে না। তবে নির্দিষ্ট দূরত্বে থাকা বিক্রয় সেন্টারে গিয়ে বসে মদপান করতে পারবেন সমর্থকেরা
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টর্সকে আয়োজক কমিটির একজন কর্মকর্তা জানান, ‘পরিলকল্পনাগুলি এখনো চূড়ান্ত হওয়া বাকি। তবে এখন যে আলোচনা হচ্ছে তা হলো, দর্শকদের স্টেডিয়ামে আসার আগে এবং বের হওয়ার সময় নির্দিষ্ট এলাকায় গিয়ে মদপানের অনুমতি দেওয়া হবে। তবে ম্যাচ চলাকালে স্টেডিয়াম এলাকায় মদপান করা যাবে না।’
কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলভারি অ্যান্ড লিগ্যাসি ও আয়োজকদের একজন মুখপাত্র মদপানের বিষয়ে বলেন, ‘অ্যালকোহল ইতিমধ্যেই কাতারের হোটেল ও বারগুলির মতো অনুমোদিত এলাকায় পাওয়া যাচ্ছ এবং এর পরিবর্তন হবে না। বাইরের দর্শকরা অনুমোদিত এলাকায় অ্যালকোহল পাবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০