স্পোর্টস ডেস্কঃঃ কষ্ট করে জিততে হলো বার্সেলোনাকে। কাদিজের প্রবল প্রতিরোধ ভাঙতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লা লিগা চ্যাম্পিয়নদের।
লা লিগার ম্যাচে শেষের ১২ মিনিটের দুই গোলে কাদিজকে ২-০ ব্যবধানে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
দুই দলের দারুণ লড়াইয়ের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য সমতায়। একের পর এক আক্রমণ করেও বার্সা কাদিজের প্রতিরো ভাঙতে পারেনি। সমতায় ম্যাচ রেখে তাই বিরতিতে যেতে হয় দুই দলকে।
বিরতির পর গোল হচ্ছিলো না। বার্সার আক্রমণ আটকে দিচ্ছিলো কাদিজ। ম্যাচের শেষ দিকে ৮২তম মিনিটে পেদ্রির দুর্দান্ত গোলে ১-০ তে লিড নেয় বার্সা।
নির্ধারিত সময় শেষ হয় বার্সার এক গোলের লিডেই। যোগ করা সময়ে কাদিজের কফিনে শেষ পেরেক ঠুকে দেন টেরেস। তার গোলে বার্সা ২-০ ব্যবধানে তুলে নেয় মৌসুমের প্রথম জয়।