স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আগামী রোববার কাদিজের বিপক্ষে খেলবে বার্সেলোনা। জাভি হার্নান্দেজের দল এর আগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে গত রোববার গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করে। ওই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন রোনাল্ড আরাউহো। তবে ম্যাচ শেষে জানানো হয় ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার চোট পেয়েছেন।
কাদিজের বিপক্ষে অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার আরাউহোকে পাচ্ছে না বার্সেলোনা। উরুগুইয়ান এই ফুটবলারের চোটের খবর নিশ্চিত করেছে কাতালানরা। তবে তিনি কীভাবে চোট পেয়েছেন বা কবে ফিরতে পারেন, তা উল্লেখ করা হয়নি বার্সার বিবৃতিতে। এদিকে তাঁর চোটের ব্যাপারে বিস্তারিত কিছু জাভি না জানালেও স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, কাদিজ ম্যাচ ছাড়াও ভিয়ারিয়াল ও ওসাসুনার বিপক্ষে পরের দুটি অ্যাওয়ে ম্যাচেও খেলতে পারবেন না আরাউহো।
এদিকে লিগে নিজেদের প্রথম ম্যাচে লাল কার্ড দেখেন কোচ জাভি। ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সার ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহাও। এই দুজনকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষিদ্ধ হওয়ায় জাভি ও রাফিনহাকে কাদিজ-ভিয়ারিয়ালের বিপক্ষে পাচ্ছে না বার্সেলোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post