স্পোর্টস ডেস্কঃ কানপুর টেস্টে ভারতকে জিততে দিলো না নিউজিল্যান্ড। ২৮৪ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনে ভারতের ঘূর্ণি জাদুর বিপক্ষে পুরোটা সময় ব্যাটিং করে কিউইরা। এক পর্যায় ৯ উইকেট হারিয়ে বসে কেন উইলিয়ামসনের দল।
হারের পথে থাকা এই ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত হারে নি নিউজিল্যান্ড। মাটি কামড়ে উইকেটে টিকে ছিলেন রাচিন রবীন্দ্র ও অ্যাজাজ প্যাটেল। ৯ উইকেট হারিয়েও শেষ মুহূর্তে করে ড্র করে তারা। ৯১ বলে ২ চারে অপরাজিত ১৮ রান করে নিউজিল্যান্ডকে রোমাঞ্চকর ড্র উপহার দেন রাচিন।
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ৬ বলে ২ রান করে সাজঘরে ফেরত যান উইল ইয়ং। এরপর ৭৬ রানের জুটি গড়েন টম লাথাম ও উইলিয়াম সাভারাবিলা। ১৪৬ বল খেলে ৫২ রান করে লাথাম ও ১১০ বলে ৩৬ রান করে আউট হয়ে যান সাভারাবিলা।
এই দুজনের বিদায়ের পর দ্রুতই আউট হয়ে যান মিডল অর্ডার ব্যাটসম্যানরা। তবে শেষদিকে রাচিন-অ্যাজাজ দৃঢ়তায় ম্যাচটি ড্র করে নিউজিল্যান্ড। ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৬৫ রান করলে পঞ্চম দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। ৮৯.২ ওভারের মাথায় নবম উইকেট হারানোর পর আরও ৮.৪ ওভার ক্রিজে টিকে থাকেন রাচিন ও অ্যাজাজ।
প্রথম ইনিংসে ভারত ৩৪৫ রানের বড় সংগ্রহই পেয়েছিল। জবাব দিতে নেমে উইল ইয়ংয়ের ৮৯ রানের ইনিংসের ওপর ভর করে ২৯৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৪ রানের।
অভিষেকে সেঞ্চুরি হাঁকানো শ্রেয়াস আইয়ার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০