স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসানের অবসর আর দেশে তার নিরাপত্তা ইস্যু এখন বিশ্ব ক্রিকেটে আলোচিত এক ইস্যু। ক্রিকেটার সাকিব তার নিরাপত্তা চেয়েছেন, পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচটি খেলতে। তার অবসর ঘোষণার সঙ্গে এমন চাওযা ছিলো।
সাকিবের এমন চাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় তাদের মতামত। বিসিবি জানায়, নিরাপত্তার বিষয়টি সরকারের। ক্রিকেট বোর্ডের করার কিছু নেই। এরপর সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, খেলোয়াড় সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা আছে। তবে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা নেই।
বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। নিঃসন্দেহে তিনি সর্বকালের সেরাদের একজন। সেই সাকিব খেলোয়াড়ী জীবনেই পাড়ি জমান রাজনীতিতে। আওয়ামীলীগে যোগ দিয়ে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবেও। এনিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন। আর সংসদ সদস্যের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই ক্ষমতা হারায় আওয়ামীলীগ। বিপাকে পড়েন এই ক্রিকেটার। তার বিরুদ্ধে ঢাকায় একটি হ/ ত্যা মামলাও হয়।
হ/ ত্যা মামলার আসামি হওয়াতে সাকিবের দেশে আসা নিয়ে জঠীলতা তৈরি হয়। তিনি যে এখন ফেরারি আসামি। এমন অবস্থায় দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার জন্য বিসিবির কাছে নিরাপত্তা চান তিনি। দেশে এসে নিরাপদে খেলে যাতে আবারো বিদেশ যেতে পারেন। এখানে বেঁধেছে যতো বিপত্তি।
সরকার এবং বিসিবি সাকিবের নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানোতে অনেকেই তার ক্যারিয়ারের শেষ টেস্ট দেখছেন কানপুরের চলমান টেস্টকে। এক সময়ে সাকিবের সতীর্থ, কানপুর টেস্টের ধারাভাষ্যকার তামিম ইকবালও দেখছেন কানপুরেই তার শেষ টেস্ট। সাকিব যখন ভারতের প্রথম ইনিংসে বোলিংয়ে আসেন, তামিম ইকবালকে প্রশ্নটি করেছেন তাঁর সতীর্থ এক ধারাভাষ্যকার। উত্তরে তামিম ধারণা করেন, ‘হয়তো এটাই তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট।’ তামিম এরপর সাকিবের প্রশংসা করে বলেন, ‘কী অসাধারণ এক খেলোয়াড় সে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের বড় দূত সে। দেশে বা দেশের বাইরে টেস্ট, ওয়ানডে অথবা টি–টোয়েন্টি—সব সংস্করণেই দারুণ সব কীর্তি আছে তার।’
ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা আছে, তবে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য হিসেবে সাকিবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০