স্পোর্টস ডেস্ক: কানাইঘাটের রাজাগঞ্জে ফুটবল টুর্ণামেন্টের সম্পন্ন হয়েছে। টুর্ণামেন্টে ইয়ং বয়েজ রাজাগঞ্জ ইউপি কে হারিয়ে রয়েল চ্যালেঞ্জার মইনা ৪-৩ গোলে শিরোপা জিতেছে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কানাইঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি তাওহীদুল ইসলাম বলেছেন, খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুন্য দেখিয়ে অতি সহজেই নিজেকে এবং দেশকে বিদেশের মাটিতে পরিচিত করাতে পারে। একজন কৃতি খেলোয়াড় দেশের রাষ্ট্রদূতের সমান কাজ করে। দেশের সুনাম ও সফলতা অর্জনে খেলাধুলার গুরুত্ব গুরুত্ব অপরিসীম। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এবং সকল বিপদগামীতার হাত থেকে রক্ষা পেতে নিয়মিত খেলাধুলার কোন বিকল্প নাই।
শাহজাহান শাহেদের উপস্থাপনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রাজাগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য রফিক মিয়া,৩ নং ওয়ার্ড সদস্য অাছা মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য এমাদুর রহমান, যুবনেতা মখলিছুর রহমান।
অায়োজক কমিটির পক্ষে বক্তব্য রাখেন অাজাদুর রহমান,মিজানুর রহমান সাজু, জহিরুল ইসলাম, অাদিল অাহমদ, সালমান অাহমদ, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/প্রেসবিজ্ঞপ্তি/০০