স্পোর্টস ডেস্ক:: কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউপির মাছুখাল বাজার সংলগ্ন মাঠে শনিবার দিবা-রাত্রি ভলিবল টুর্নামেন্টের খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ভলিবল টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার ১২টি ভলিবল টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় কানাইঘাট উপজেলার কামরুল ভলিবল একাদশকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ব্রাইট স্টার একাদশ ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার সিরাজ উদ্দিন।
স্কুল শিক্ষক ও ক্রীড়ানুরাগী আব্দুল হামিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার লোকমান উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবি মো: জালাল উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, বাণীগ্রাম ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল কুদ্দুছ,৫ নং ওয়ার্ড সদস্য মাহবু্ব আহমদ,সাবেক ওয়ার্ড সদস্য মাহমুদ হোসেন, সালিশ ব্যক্তিত্ব তৈমুর রশিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post