স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসান ও লিটন দাস খেলছিলেন আগে থেকেই। এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার আফিফ হোসেন। লিটনের দল সারে জাগুয়ার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। আজ সকালেই বাঁহাতি এই ব্যাটার টুর্নামেন্টটি খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন।
টুর্নামেন্টে সারের পরের দুই ম্যাচ মঙ্গল ও বুধবার। টেবিলের তিনে থাকা দলটি প্লে অফে উঠতে পারলে আরও ম্যাচ পাবে। টুর্নামেন্টের ফাইনাল ৬ অগাস্ট। ফাইনাল পর্যন্ত যেতে পারলে বাংলাদেশের দুই তারকা পুরো টুর্নামেন্ট খেলে আসার সুযোগ পাবেন। সারে লিগের পয়েন্ট টেবিলে আপাতত দুই নম্বরে আছে। ৬ দলের লিগে ৫ ম্যাচ খেলে ২ জয় পেয়েছে ইফতিখার আহমেদের নেতৃত্বাধীন দলটি।
আফিফ এর আগে আবুধাবি টি-টেন লিগে খেলেছেন। গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল জাফনা কিংসের হয়ে খেলেছেন। এদিকে গ্লোবাল লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব আল হাসান। ব্যাট-বলেই তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যদিও শেষ ম্যাচে সাকিবের দলটি ব্রাম্পটন উলভসের বিপক্ষে পরাজিত হয়েছে। সেই ম্যাচে সাকিব ৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নেন এবং ব্যাটিংয়ে ২১ বলে করেন ২৮ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০